Class 8 Model Activity Task 2023 (BENGALI FULL MARK 70)

Class 8 Model Activity Task 2023
Class 8 Bengali Model Activity Task 2023

 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৩

পূর্ণমান : ৭০
শ্রেণি: অষ্টম
বিষয়: বাংলা
সময় : ঘণ্টা ৩০ মিনিট


১। নীচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটিকে বেছে নাও (যে কোনো এগারোটি)

১.১ সুভাষ চন্দ্রের পত্রে কোন কবির নাম উল্লিখিত হয়েছে ?'- 

ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত ।

১.২ হরিচরণ অবসর নেন-
ক) পঁয়ষট্রি খ) পঁচাত্তর (গ) ষাট (ঘ) আশি বছর বয়সে । 

১.৩ রঞ্জনের একজন সহ খেলোয়াড় হল ---

ক) সমর ঘ) অমর গ) গৌতম গ) স্বপন । 

১.৪. সুভার বাবার নাম – 

ক) মধুসুদন খ) বাণীকণ্ঠ (গ) হরিপদ (ঘ) প্রতাপ ।

১.৫ তার কড়ি গাছে কড়ি হলো - 

ক) লক্ষ্মী ঘ) সরস্বতী গ) গণেশ গ) চন্ডী এলেন রণপায়ে ।

১.৬ স্বাধীনতা একটি শক্তিশালী -

ক) হাতিয়ার খ) বীজ প্রবাহ গ) সমঝোতা ঘ) অধিকার ।

১.৭ মাসি পিসিরা কোন ট্রেনে চাল তোলে ? -

ক) হাওড়া খ) লালগোলা - বনগাঁ গ) পুরী ঘ) সাঁতরাগাছি-হাওড়া ।

১.৮ "দীর্ঘশ্বাস' কোন সমাস? - 

ক) তৎপুরুষ খ) দ্বিগু গ) বহুব্রীহি ঘ) কর্মধারয়

১.৯  যে ক্রিয়া এখন সংঘটিত হচ্ছে তাকে বলে - 

ক) নিত্য বর্তমান খ) ঘটমান বর্তমান গ) পুরাঘটিত বর্তমান ঘ) ঘটমান অতীত।

১.১০ 'আপনাদিগের'-এর চলিত ভাষার রূপটি হল – 

ক) আপনার খ) আপনি গ) আমাদের ঘ) আপনাদের

১.১১ কোন সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় ? 

ক) কর্মধারয় খ) তৎপুরুষ গ) বহুব্রীহি ঘ) 'ক' ও 'খ' উভয়ই । 

১.১২ বাংলায় মিশ্র বা যৌগিক কালের রাপ কয়টি? – 

ক) পাঁচটি খ) দশটি গ) চারটি ঘ) ছয়টি ।

২। খুব সংক্ষেপে নীচের যে কোনো ১১ টি প্রশ্নের উত্তর দাও : 

২.১ টিকিটের অ্যালবাম' মূল গল্পটি কোন ভাষায় রচিত ?

২.২ গ্রহ মানসিক শান্তি পাওয়ার আশায় রঞ্জন কোথায় গিয়েছিল ?

২.৩ 'আদাব' গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে ?

২.৪ বন্ধু দিলীপ রায়ের চিঠিটি নেতাজি করে পেয়েছিলেন ? 

২.৫ "শিকল পরা'কে কবি 'ছল' বলেছেন কেন ?

২.৬ ঘুরে দাঁড়ানো বলতে কবি কী বুঝিয়েছেন?

২.৭ কারা সাত ঝামেলা' জোটায়?

২.৮ উপান্তের শহরতলি কী করে জেগে উঠবে ?

২.৯ এই সব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না'।- বাক্যটিকে শুদ্ধ করে লেখো ।

২.১০ নিত্যবৃত্ত অতীত কালের ক্রিয়াপদের একটি উদাহরণ দাও ।

২.১১ 'বি' শব্দটির আক্ষরিক অর্থটি কী?

২,১২, ভাষার কোন প্রক্রিয়াকে ব্যাকরণে সমাস বলা হয় ?

২.১০ পুরাঘটিত বর্তমান ও সাধারণ বর্তমানের মধ্যে একটি পার্থক্য লেখো ।

৩। নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো : ২×২=৪

৩.১ নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন ?

৩.২ বানীকণ্ঠের বাড়ির কী কী নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করত ?

৩. কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন' । রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন?

৪। নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো : 5x2=10

৪.১ কবিবাক্য মিথ্যা হয় না, এ ক্ষেত্রেও হয়নি' যে ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্যটি করা হয়েছে তা লেখো । 

৪.২ 'ভুলুম না ভাই এই রাত্রের কথা”— কোন রাত্রের কথা বলা হয়েছে? ‘আদাব’ গল্প অনুসরণে সেই ভয়াল

 রাতের বর্ণনা দাও । 

৪.৩ আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে, অনেকখানি লাভবান হতে পারব ।'—

 কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কীভাবে লাভবান হবার কথা বলেছেন ?

Also Read : 

  1. দ্বাদশ শ্রেণী ভূগোল MCQ অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া
  2. উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়)
 
৫ । নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো : ২x২=৪

৫.১ লোকটা জানলই না' কবিতায় কবি 'হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন? 

৫.২ 'করছ বিশ্ব গ্রাস' – কার, কীভাবে বিশ্বকে গ্রাস করতে চায়?

৫.৩ পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথ কী কী?

৬। নীচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো : 

৬.১ 'ঘুরে খাড়াও' কবিতায় কবি কীভাবে মুখে দাঁড়াবার কথা বলেছেন?

৬.২ “মাসিপিসি' কবিতায় এই মাসিপিসি করো, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও?

৬.৩ 'স্বাধীনতা' কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে বুঝিয়ে দাও।

৭ । খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×২=২


৭.১ এই সর্বজয়া নাপিতের বউকে কী বিক্রি করেছিল ?

৭.২ নীলমণি মুখচ্ছে দুর্গার জন্য কোন ডাক্তারকে ডেকে আনতে বলেন ? 

৮ । নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 

৮.১ তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি'? কে, কাকে একথা বলেছে? তার এই জিজ্ঞাসার কারণ বুঝিয়ে দাও । 

৮.২ মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে — 'মা' কে? তার ফাঁকি দিয়ে চলে যাওয়া বলতে কী বোঝানো হয়েছে? 

৯ । নীচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো :

৯.১ অপু ও পটুর নৌকা ভ্রমণের পরিচয় নিজের ভাষায় লেখো ।

৯.২ 'পথের পাঁচালীর অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো ।

১০ । নীচের যেকোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো :

১০.১ বিজ্ঞানমনস্কতা ও কু সংস্কার ।

১০.২ ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য । 

১০.৩ পথ নিরাপত্তা ও আমরা ।

১১ । জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো ।

    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ 



উত্তরপত্র খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইট পাবলিশ করা হবে । ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন ।

Related Tags: MODEL ACTIVITY TASK CLASS 8 BENGALI, MODEL ACTIVITY TASK CLASS 8,MODEL ACTIVITY TASK CLASS 8 BENGALI PART 5,MODEL ACTIVITY TASK CLASS 8 BENGALI PART 4.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url