CLASS 6 BENGALI MODEL ACTIVITY TASK (2023 UPDATED)
[১] অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখঃ (যেকোনো ৫টি) ১ x ৫ = ৫
ক) আঁচল পেতেছে -
(নৌকো / বিশ্বভুবন / কবি) ।
খ) শঙ্কর এমু পাখি দেখেছিল -
(বাড়ির চালে / নারকেল গাছে / সবেদা গাছে) ।
গ) শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে -
(নৌকার মধ্যে / রাখালের গাড়িতে / খোলের মধ্যে) ।
ঘ) পথিকজনের ছাতা বলা হয়েছে –
(অশ্বস্থ / বট / বাঁশ) গাছকে ।
ঙ) ‘হ য ব র ল’ রচনাটির লেখক হলেন –
(সুকুমার রায় / সত্যজিৎ রায় / রবীন্দ্রনাথ ঠাকুর) ।
চ) রুমালটি কিসে পরিণত হয়ে গেছিলো –
(বাঘ / কুকুর / বেড়াল) ।
ছ) ততোধিক সন্ধিবিচ্ছেদ হল –
(তত + অধিক / ততঃ + ধিক / ততঃ + অধিক) ।
[২] শূন্যস্থান পূরণ করঃ ১ x ৫ = ৫
ক) _______________ আকাশটাকে ছুঁয়ে যায় ।
খ) কেউ কোথা নেই, বাতাস ওড়ায় / _______________ সাদা ধুলো ।
গ) শঙ্করের সপ্নে দেখা বাতাসের রং ছিল _______________ ।
ঘ) বিসর্গ সঙ্গে __________ বা __________ এর যে সন্ধি হয় তাকে বিসর্গসন্ধি বলে ।
ঙ) ছিল একটা ডিম, হয়ে গেল দিব্বি একটা ______________ ।
[৩] পূর্ণ বাক্যে উত্তর দাও : ২ x ৫ = ১০
ক) এমু পাখির বর্ণনা দাও ?
খ) রাখাল কোথায় শুয়ে আছে আর তার গরুবাছুরগুলো কোথায় আছে ?
গ) আকন্দবাড়ির স্কুলে কোন কোন গ্রামের ছেলেমেয়েরা বসত এবং স্কুল বাড়িটি কেমন ছিল ?
ঘ) ব্যঞ্জনসন্ধি কাকে বলে ও একটি উদাহরন দাও ?
ঙ) বেড়ালের মতে তিব্বতের ঠিকানাটা কতদূর ছিল ?
[৪] সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও : ৫ x ২ = ১০
ক) “ভরদুপুরে” কবিতার সমন্ধে তুমি যা বুঝেছ নিজের ভাষায় উল্লেখ করো ?
খ) ধরো তুমি বেড়াতে যাবে বন্ধুকে নিয়ে সেই উদ্দেশ্যে তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লেখো ।
++++++++++++++++
ALSO READ :
- WBBSE CLASS 6 HISTORY TEST BOOK
- CLASS 6 GEOGRAPHY MODEL ACTIVITY TASK
- WBBSE CLASS 6 HISTORY TEST BOOK ( UPDATED 2023)
TAGS :
- class 6 Bengali
- class 6 Bengali model activity task
- class 6 Bengali chapter 1
- class 6 Bengali chapter 2
- Bengali notes 2023