Class 8 Model Activity Task 2023 (ভৌত বিজ্ঞান | FULL MARK 70)


তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন - 2023

পূর্ণমান : ৭০
শ্রেণি: অষ্টম
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান (ভৌত বিজ্ঞান)
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট


1. সঠিক উত্তরটি নির্বাচন করো :            1×5=5

1.1  স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে ঘর্ষণ বলের মান --

a) বেশি হয় b) কম হয় c) শূন্য হয় d) অপরিবর্তিত থাকে । 

1.2  মরীচিকা গঠিত হওয়ার কারণ – 

(a) প্রতিসরন b) অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন (c) প্রতিফলন d) কোনটিই নয়।

1.3. অ্যামোনিয়া অনুতে সমযোজী বন্ধন সংখ্যা—

 a) 1 b) 2 c) 3 (d) 4.

1.4 আম্লিক অক্সাইড হল—

a) CO, b) MgO c) CaO d) কোনোটিই নয় ।

1.5 কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল-

a) চারকোল b) কোক c) গ্যাসকার্বন d) হীরক 

2. শূণ্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি)            1×5=5

2.1 একটি চোঙাকৃতি ড্রামের তলদেশে ড্রামটিতে অবস্থিত জলের চাপ ______________

হয়ে যাবে যদি ড্রামের জল অর্ধেক বের করে নেওয়া হয় ।

2.2 প্রতিবিম্ব সংখ্যা = __________?___________  --- 1

                               দর্পন দুটির মাঝের কোণের মান

2.3 পরমাণু থেকে একটি ইলেকট্রন বার করে নিলে তা ____________ হয়ে পড়বে ।

2.4 ক্যালশিয়াম হাইড্রাইডের অপর নাম ___________________ .


2.5 সোডিয়াম পারক্সাইডে____________________বন্ধন থাকে ।


2.6 CO, জলের সঙ্গে বিক্রিয়ায় _________________ উৎপন্ন করে ।

2.7 হীরকের ঘনত্ব গ্রানাইটের চেয়ে ________________________ .
 

3. স্তম্ভ মেলাও :

ক স্তস্ত

খ স্তস্ত

3.1 আয়তন * ঘনত্ব

a) নিলস বোর

3.2 পেরিস্কোপ

b) উভধর্মী অক্সাইড

3.3 পরমাণুর মডেল

c) ক্ষারকীয় অক্সাইড

3.4 AL2O3

d) বিকল্প জ্বালানি

3.5 জৈব গ্যাস

e) আলোর প্রতিফলন

 

f) ভর


4. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : (যে কোনো পাঁচটি)

4.1 চাপ-এর পরিমাণ তরলের উচ্চতা ছাড়াও আর কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করবে ?

4.2 সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

4.3 মূলক কাকে বলে?

4.4 পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস তৈরিতে ম্যাঙ্গানিজ-ডাইঅক্সাইড-এর ভূমিকা কী?

4.5 শুদ্ধ বরফের উষ্ণতা কত?

4.6 পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত ? 

4.7 সক্রিয় চারকোলের একটি ব্যবহার লেখ।

5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো পাঁচটি)  3×5=15
 

5.1 পারদের ঘনত্ব 13.6 গ্রাম / ঘনসেমি । তাহলে । লিটার পারদের ভর কত? 

    কোন যন্ত্রের সাহায্যে বল পরিমাপ করা হয় ? 2+1

5.2 কচুপাতার উপর জলের ফোঁটা চক্‌চক করে কেন? পরম প্রতিসরাঙ্ক কাকে বলে ?  2+1

5.3 সোডিয়াম পরমানুর (11Na23) পরমানু ক্রমাঙ্ক, ভরসংখ্যা, ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো ।   3

5.4 অন্তধৃতি বলতে কী বোঝ ? KCIO, থেকে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখ । 2+1

5.5 ইউরিয়া তৈরি করা হয় কীভাবে, তা সমীকরণসহ লেখো । কাচ তৈরিতে কী লাগে ?   2+1

5.6 ক্যালশিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্রমাগত

কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না কেন ? জ্বালানি মূল্যের একক লেখো ।   12+1

5.7 সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবনে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে অক্সিজেন গ্যাস পাঠালে বর্ণের কী পরিবর্তন হয় । শমিত সমীকরণটি লেখো । 

Answer Sheet Comming Soon

RELATED TAGS: MODEL ACTIVITY TASK CLASS 8 PHYSICAL SCIENCE, MODEL ACTIVITY TASK CLASS 8,MODEL ACTIVITY TASK CLASS 8 ভৌত বিজ্ঞান PART 5,MODEL ACTIVITY TASK CLASS 8 PHYSICAL SCIENCE PART 4.

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৩ নভেম্বর, ২০২৩ এ ১:৪১ PM

    ইংলিশ

Add Comment
comment url