Class 8 Model Activity Task 2023 (ভৌত বিজ্ঞান | FULL MARK 70)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন - 2023
পূর্ণমান : ৭০
শ্রেণি: অষ্টম
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান (ভৌত বিজ্ঞান)
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×5=5
1.1 স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বেশি হলে ঘর্ষণ বলের মান --
a) বেশি হয় b) কম হয় c) শূন্য হয় d) অপরিবর্তিত থাকে ।
1.2 মরীচিকা গঠিত হওয়ার কারণ –
(a) প্রতিসরন b) অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন (c) প্রতিফলন d) কোনটিই নয়।
1.3. অ্যামোনিয়া অনুতে সমযোজী বন্ধন সংখ্যা—
a) 1 b) 2 c) 3 (d) 4.
1.4 আম্লিক অক্সাইড হল—
a) CO, b) MgO c) CaO d) কোনোটিই নয় ।
1.5 কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হল-
a) চারকোল b) কোক c) গ্যাসকার্বন d) হীরক
2. শূণ্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) 1×5=5
2.1 একটি চোঙাকৃতি ড্রামের তলদেশে ড্রামটিতে অবস্থিত জলের চাপ ______________
হয়ে যাবে যদি ড্রামের জল অর্ধেক বের করে নেওয়া হয় ।
2.2 প্রতিবিম্ব সংখ্যা = __________?___________ --- 1
দর্পন দুটির মাঝের কোণের মান
2.3 পরমাণু থেকে একটি ইলেকট্রন বার করে নিলে তা ____________ হয়ে পড়বে ।
2.4 ক্যালশিয়াম হাইড্রাইডের অপর নাম ___________________ .
2.5 সোডিয়াম পারক্সাইডে____________________বন্ধন থাকে ।
2.6 CO, জলের সঙ্গে বিক্রিয়ায় _________________ উৎপন্ন করে ।
2.7 হীরকের ঘনত্ব গ্রানাইটের চেয়ে ________________________ .
3. স্তম্ভ মেলাও :
ক স্তস্ত |
খ স্তস্ত |
3.1 আয়তন * ঘনত্ব |
a) নিলস বোর |
3.2 পেরিস্কোপ |
b) উভধর্মী অক্সাইড |
3.3 পরমাণুর মডেল |
c) ক্ষারকীয় অক্সাইড |
3.4 AL2O3 |
d) বিকল্প জ্বালানি |
3.5 জৈব গ্যাস |
e) আলোর প্রতিফলন |
|
f) ভর |
4. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও : (যে কোনো পাঁচটি)
4.1 চাপ-এর পরিমাণ তরলের উচ্চতা ছাড়াও আর কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করবে ?
4.2 সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
4.3 মূলক কাকে বলে?
4.4 পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস তৈরিতে ম্যাঙ্গানিজ-ডাইঅক্সাইড-এর ভূমিকা কী?
4.5 শুদ্ধ বরফের উষ্ণতা কত?
4.6 পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা কত ?
4.7 সক্রিয় চারকোলের একটি ব্যবহার লেখ।
5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো পাঁচটি) 3×5=15
5.1 পারদের ঘনত্ব 13.6 গ্রাম / ঘনসেমি । তাহলে । লিটার পারদের ভর কত?
কোন যন্ত্রের সাহায্যে বল পরিমাপ করা হয় ? 2+1
5.2 কচুপাতার উপর জলের ফোঁটা চক্চক করে কেন? পরম প্রতিসরাঙ্ক কাকে বলে ? 2+1
5.3 সোডিয়াম পরমানুর (11Na23) পরমানু ক্রমাঙ্ক, ভরসংখ্যা, ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো । 3
5.4 অন্তধৃতি বলতে কী বোঝ ? KCIO, থেকে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখ । 2+1
5.5 ইউরিয়া তৈরি করা হয় কীভাবে, তা সমীকরণসহ লেখো । কাচ তৈরিতে কী লাগে ? 2+1
5.6 ক্যালশিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্রমাগত
কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না কেন ? জ্বালানি মূল্যের একক লেখো । 12+1
5.7 সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবনে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে অক্সিজেন গ্যাস পাঠালে বর্ণের কী পরিবর্তন হয় । শমিত সমীকরণটি লেখো ।
Answer Sheet Comming Soon
RELATED TAGS: MODEL ACTIVITY TASK CLASS 8 PHYSICAL SCIENCE, MODEL ACTIVITY TASK CLASS 8,MODEL ACTIVITY TASK CLASS 8 ভৌত বিজ্ঞান PART 5,MODEL ACTIVITY TASK CLASS 8 PHYSICAL SCIENCE PART 4.
ইংলিশ