CLASS 6 HISTORY MODEL ACTIVITY TASK (2023 UPDATED)
CLASS 6 GEOGRAPHY MODEL ACTIVITY TASK
MODEL ACTIVITY TASK 2023
Sub – History Mock Test
Class – VI
F.M.- 30
[১] অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখঃ (যেকোনো ৫টি) ১ x ৫ = ৫
ক) লুসির কঙ্কালের খোঁজ পাওয়া যায় কত খ্রিস্টাব্দে ?
খ) কোথায় প্রথম ট্যরো ট্যরো দেখতে পাওয়া যায় ?
গ) ‘হোমিনিড’ কথার অর্থ কী ?
ঘ) হর্ষচরিত কার লেখা ?
ঙ) ভারতের সর্বপ্রাচীন গ্রন্থের নাম কী ?
চ) একটি এপ শ্রেণিভুক্ত প্রাণীর নাম কী ?
ছ) হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত ?
[২] শূন্যস্থান পূরণ করঃ ১ x ৫ = ৫
ক) লেজহীন বড়ো বানরদের বলা হত _______________ ।
খ) বনে লাগা আগুনকে বলা হয় _______________।
গ) ভারতীয় উপমহাদেশ কে _______________ বলা হত ।
ঘ) আদিম মানুষের যাযাবর জীবনের পরিসমাপ্তি ঘটে _______________ এর ফলে ।
ঙ) হোমো ইরেকটাস প্রথম _______________ ব্যবহার শিখে ছিল ।
[৩] পূর্ণ বাক্যে উত্তর দাওঃ ২ x ৫ = ১০
ক) অস্ত্র বা হাতিয়ার এর বৈশিষ্ট্য কী ?
খ) আদিম মানুষদের দেখতে কেমন ছিল ?
গ) দাবানল কাকে বলে ?
ঘ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে ?
ঙ) লিপি কাকে বলে ?
[৪] সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাওঃ ৫ x ২ = ১০
ক) বুদ্ধিমান মানুষদের কি বলা হয় এবং এদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ?
খ) আদিম মানুষের জীবন যাত্রা কেমন ছিল নিজের ভাষায় আলোচনা কর ।
++++++++++++++++
ALSO READ :
- WBBSE CLASS 6 HISTORY TEST BOOK
- CLASS 6 GEOGRAPHY MODEL ACTIVITY TASK
- WBBSE CLASS 6 HISTORY TEST BOOK ( UPDATED 2023)
TAGS :
- class 6 history
- class 6 history model activity task
- class 6 history chapter 1
- class 6 history chapter 2
- history notes 2023