HS HISTORY QUESTIONS | উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়)

Welcome to your উচ্চমাধ্যমিক ইতিহাস - অতীত স্মরণ (প্রথম অধ্যায়)

HS HISTORY QUESTIONS

 1. জাদুঘরের প্রথম উৎপত্তি হয়
 
  •   জার্মানিতে
  •   ফ্রান্সে
  •   ইংল্যান্ডে
  •   গ্রিসে

2. ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন—

  •   রমেশচন্দ্র মজুমদার
  •   রামশরণ শর্মা
  •   রণজিৎ গুহ
  •   জেমস মিল

3. পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয়—

  •   প্রেততত্ত্ব
  •   জাদুবিদ্যা
  •   পুরাণতত্ত্ব
  •   কোনোটিই নয়

4. ‘লুভর মিউজিয়াম অবস্থিত ছিল—

  •   লন্ডনে
  •   প্যারিসে
  •   ফ্লোরেন্সে
  •   কলকাতায়

5. আলবেরুনির লেখা গ্রন্থটির নাম

  •   ভিনসেন্ট স্মিথ
  •   তহকিক-ই-হিন্দ
  •   হর্ষচরিত
  •   রাজতরঙ্গিণী

6. স্মৃতিকথা হলো

  •   মৌখিক উপাদান
  •   জনশুতি
  •   লোককথা
  •   কল্পকাহিনি

7. গ্রিসের একটি কিংবদন্তি চরিত্র ছিল—

  •   রাবণ
  •   রবিন হুড
  •   হারকিউলিস
  •   নোয়া

8. “সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস”—এই উক্তিটি কার ?

  •   ই.এইচ. কার
  •   ক্রোচের
  •   র্যাঙ্কের
  •   র্যালের

9. ভারতের বৃহত্তম মিউজিয়ামটি হলো

  •   দিল্লি মিউজিয়াম
  •   ন্যাশনাল মিউজিয়াম, মুম্বই
  •   দ্য ইন্ডিয়ান মিউজিয়াম
  •   বিড়লা মিউজিয়াম

10. একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন—

  •   উইলিয়ম জোন্স
  •   জেমস মিল
  •   উইলিয়াম হান্টার
  •   ম্যাক্সমুলার

11. . ভারত হলো বিশ্বসভ্যতার লীলাভূমি—এই উক্তিটি কার?

  •   কার
  •   ভলতেয়ার
  •   এলটন
  •   ব্ৰদেল

12. ‘কেম্ব্রিজ হিস্ট্রি অব ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা ছিলেন—

  •   ম্যালেসন
  •   ডডওয়েল
  •   এলফিনস্টোন
  •   জন ম্যালকম

13. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি’ হলো একটি -

  •   কিংবদন্তি
  •   স্মৃতিকথা
  •   লোককথা
  •   কাব্যগ্রন্থ

14. ইতিহাসের জনক’ বলা হয়—

  •   থুকিডিডিসকে
  •   রুশোকে
  •   প্লিনিকে
  •   হেরোডোটাসকে

15. কোন লোককথার মূল চরিত্র মানুষ?

  •   পরিকথার
  •   নীতিকথা
  •   রূপকথার
  •   কিংবদন্তির

16. ইলিয়ড’ ও ‘ওডিসি’ মহাকাব্য রচনা করেছিলেন

  •   ব্যাস
  •   হোমার
  •   হেরোডোটাস
  •   বাল্মিকী

17. কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজের প্রতিষ্ঠা হয়—

  •   ১৮১০ খ্রিস্টাব্দে
  •   ১৭৯০ খ্রিস্টাব্দে
  •   ১৮১৭ খ্রিস্টাব্দে
  •   ১৮০০ খ্রিস্টাব্দে

18. ‘হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন

  •   জেমস মিল
  •   জন স্টুয়ার্ট মিল
  •   সুমিত সরকার
  •   জ্যাকব গ্রিম

19. ‘What is History’-এর লেখক হলেন

  •   স্যামুয়েল
  •   উইলিয়াম কেরি
  •   ই.এইচ. কার
  •   ঐতিহাসিক রিড

20. ইতিহাসমালা’ রচনা করেছিলেন—

  •   সন্ধ্যাকর নন্দী
  •   উইলিয়াম কেরি
  •   হেরোডোটাস
  •   কলহন

21. পুরাণ বিষয়ক তত্ত্বকে বলা হয়—
  •   প্রেততত্ত্ব
  •   পুরাণতত্ত্ব
  •   কোনোটিই
  •   জাদুবিদ্যা

22. একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো

  •   এননিগালডি নান্না
  •   ইন্ডিয়ান মিউজিয়াম
  •   লুভর মিউজিয়াম
  •   ভ্যাটিকান মিউজিয়াম

23. দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ হলো একটি

  •   কিংবদন্তি
  •   স্মৃতিকথা
  •   লোককথা
  •   পৌরাণিক কাহিনি

24. ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়—

  •   ১৭৮৬ খ্রিস্টাব্দে
  •   ১৭৮৪ খ্রিস্টাব্দে
  •   ১৭৮৫ খ্রিস্টাব্দে
  •   ১৭৭৪ খ্রিস্টাব্দে

++++++++++++++++


এই রকম প্রশ্নপত্র সবসময় পাওয়ার জন্য এই ওয়েবসাইট সঙ্গে জুড়ে থাকুন এবং কোন প্রয়োজনীয় জিনিস জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা সোশাল মিডিয়া বোতাম গুলো সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

TAGS : উচ্চমাধ্যমিক ইতিহাস – অতীত স্মরণ (প্রথম অধ্যায়),উচ্চমাধ্যমিক ইতিহাস - WBCHSE ALL SUPPORT

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url