(PDF) CLASS 6 FIRST SUMMATIVE GEOGRAPHY EXAM PAPER 2023

প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য Class 6 First Summative Geography Exam Paper 2023 - (সপ্তম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ) সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে ।  সঙ্গে QUESTION এর PDF টাও দেওয়া হল Practice er জন্য । সপ্তম শেণির এপ্রিল মাসে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি লিখে দেওয়া হল ।

CLASS 6 FIRST SUMMATIVE GEOGRAPHY EXAM PAPER 2023

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩

শ্রেণী – ষষ্ঠ পূর্ণমান – ১৫

বিষয় – ভূগোল সময় – ৩০ মিনিট

 

১। সঠিক উত্তরটির নীচে দাগ দাও :    ১ × ৩ = ৩

ক) ইংরাজী 'M' অক্ষরের মতো দেখতে নক্ষত্রমন্ডলটি  হল –

=> বকমণ্ডল / ক্যাসিওপিয়া /সপ্তষি মণ্ডল । 

উঃ  ক্যাসিওপিয়া ।

খ) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরুব্যাসের তুলনায় –

=> ৪২ / ৪৫ / ৪৯ কিমি বেশী ।

উঃ  ৪২ কিমি বেশী ।

গ) মালাবার উপকূলের উপহ্রদ –

=> কয়াল / তাল / দিয়ারা নামে পরিচিত । 

উঃ কয়াল ।

২। শূন্যস্থান পূরণ করো :    ১ × ৩ = ৩

ক) ____________ হল পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ ।

উঃ কাঞ্চনজঙ্ঘা ।

খ) মহাকাশে যাওয়ার পোশাককে বলে _____________ ।

উঃ স্পেস স্যুট ।

গ) মূলমধ্যরেখার ঠিক বিপরীত দিকে _______________ দ্রাঘিমারেখা অনুসরণ করা হয়েছে ।

উঃ 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অনুসরণ করা হয়েছে ।

৩। এক কথায় উত্তর দাও :    ১ × ২ = ২

ক) আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে কী বলে ?

উঃ  আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে ।

খ) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি ?

উঃ  পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হল মাজুলি ।

৪। সংক্ষেপে উত্তর দাও (যে কোনো দুটি)    ১ × ২ = ২

ক) দিনের বেলা তারা দেখা যায় না কেন ? 

উঃ সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা। দিনেরবেলা সূর্যের অতি উজ্জ্বল আলো আমাদের চারদিকে ছড়িয়ে থাকে। এই কারণে অনেক বেশি দূরে থাকা আকাশের অন্যান্য তারা বা জ্যোতিষ্কের ক্ষীণ আলো সূর্যালোকে হারিয়ে যায়, আমাদের চোখে এসে পৌঁছায় না। তাই আমরা দিনেরবেলা তারা বা কোনো জ্যোতিষ্ক দেখতে পাই না।

খ) গঙ্গার দুটি উপনদীর নাম লেখো । 

উঃ  গঙ্গার দুটি উপনদীর নাম হল - যমুনা ও শোন ।

গ) "দুন" কী ? উদাহরণ দাও । 

উঃ হিমাচলের দক্ষিণে অবস্থিত । শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা কে দুন বলে ।  উদাহরণ - দেরাদুন ।

 ঘ) পৃথিবীর আবর্তন থেমে গেলে কী হবে ?

উঃ পৃথিবীর আবর্তন থেমে গেলে সূর্যের তাপে একদিকে শুধুই দিন ফলে সেই দিকটা উত্তপ্ত থাকবে আর অন্য দিকটা শুধুই রাত থাকবে। রাত থাকার ফলে সেই দিকটা বরফে পরিণত হবে ।

৫। যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও :    ৩ × ১ = ৩

ক) "পৃথিবী যে গোল' তা যুক্তি দিয়ে বোঝাও ।

উঃ ম্যাগেলান হলেন একজন দুঃসাহসিক পোর্তুগিজ ভূপর্যটক বা নাবিক ।

তিনি 1519 খ্রিস্টাব্দে 5টি জাহাজ নিয়ে সমুদ্রে পশ্চিম দিকে যাত্রা শুরু করেন । ক্রমাগত পশ্চিম দিকে যাত্রা করেও শেষ পর্যন্ত তাঁরা যাত্রা শুরুর বন্দরে ফিরে আসেন। এই ভূপ্রদক্ষিণের মাধ্যমে তিনি প্রমাণ করেন পৃথিবী সমতল নয় বরং গোলাকার। পৃথিবী যদি সমতল হত তাহলে দিক পরিবর্তন না করে কখনোই জাহাজ যাত্রা শুরুর বন্দরে ফিরে আসতে পারত না, পৃথিবীর অন্য কোনো প্রান্তে পৌঁছে যেত। সুতরাং, পৃথিবী গোল বলেই জাহাজগুলি স্পেনে ফিরে এসেছিল ।

খ) ভারতের নদীগঠিত সমভূমি অঞ্চলের পরিচয় দাও।

উঃ- উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত গেড় উচ্চতা ৩০০ মি) পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলির মধ্যে সম- ভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদী গঠিত সমভূমি অঞ্চল থেকে নুড়ি, কাঁকর, পলি বয়ে এনে এই সমভূমি অঞ্চল সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি সবই খুবই উর্বর । তাই চাষবাস খুব ভালো হয়, এই অঞ্চলে সমতল ভূমি হওয়ায় এই অঞ্চল প্রচুর মানুষ বসবাস করে ।

GEOGRAPHY QUESTION PAPER DOWNLOAD

CLICK HERE

 

Related Tags : Class 6 April 2023 English Model Activity Task Question Answer Solution, model activity task Geography class 6 part 3, Class 6 model activity task Geography part 1, Class 6 model activity task Geography part 2, Class 6 model activity task Geography november, Class 6 model activity task Geography bengali, class 6 Geography activity 1

 

Previous Post
No Comment
Add Comment
comment url