(PDF) CLASS 6 FIRST SUMMATIVE HISTORY EXAM PAPER 2023

প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য Class 6 First Summative History Exam Paper 2023 - (সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক ) সমস্ত রকমের প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে ।  সঙ্গে QUESTION এর PDF টাও দেওয়া হল Practice er জন্য । সপ্তম শেণির এপ্রিল মাসে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি লিখে দেওয়া হল । 

CLASS 6 FIRST SUMMATIVE HISTORY

 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৩

শ্রেণী – ষষ্ঠ          পূর্ণমান – ১৫

বিষয় – ইতিহাস     সময় – ৩০ মিনিট

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ।                   ১ × ৩ = ৩

ক) আদিম মানুষের জীবনে প্রথম আবিষ্কার - ( ধাতু / চাকা / আগুন ) ।

উঃ আগুন ।

খ) এপ থেকে আলাদা হয়ে যে মানব পরিবার তৈরি হয়েছিল – (হোমো হাবিলিস / হোমো স্যাপিয়েন্স / হোমিনিড)।

উঃ হোমিনিড ।

গ) হরপ্পা সভ্যতা ছিল – (পাথরের যুগের / লোহার যুগের / তামা ও ব্রোঞ্জ যুগের) সভ্যতা ।

উঃ তামা ও ব্রোঞ্জ ।

২। 'ক'-স্তম্ভের সাথে 'খ' স্তম্ভের মিল করো -             ১ × ৩ = ৩

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

ক) তামা পাথরের যুগ

খ) সিটাডেল

গ) নতুন পাথরের যুগ

1.   উঁচু পাঁচিল ঘেরা এলাকা

2.   কৃষিকাজ

3.   মেহেরগড়

 উঃ

=> তামা পাথরের যুগ ------------- মেহেরগড় ।

=> সিটাডেল ------------------ উঁচু পাঁচিল ঘেরা এলাকা ।

=> নতুন পাথরের যুগ ------------- কৃষিকাজ ।

 

৩। বেমানান শব্দটি খুঁজে বের করো :                   ১ × ২ = ২

ক) তামা, কাঁসা, পাথর, লোহা ।

উঃ লোহা ।

খ) পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুর্ণল, মধ্যপ্রদেশের ভীমবেটকা, কাশ্মীরের সোয়ান উপতাকা ।

উঃ কাশ্মীরের সোয়ান উপতাকা ।

৪। যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখো :                  ২ × ২ = ৪

ক) আদিম মানুষ যাযাবর ছিল কেন?

উঃ আদিম মানুষ যাযাবর ছিল কারণ চাষবাষ করতে পারত না,খাদ্য উৎপাদন করতে পারত না তারা খাদ্য বাসস্থানের জন্য আদিম মানুষরা দিনরাত ঘুরে ঘুরে জীবনযাপন করতো তাই আদিম মানুষকে যাযাবর বলা হয় ।

খ) সিন্ধু সভ্যতার আর এক নাম হরপ্পা সভ্যতা কেন ?

উঃ ১৯২১ ও ১৯২২ খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেনজোদাড়োতে প্রাচীন সভ্যতার দুটি কেন্দ্র আবিষ্কৃত হয়, সিন্ধুনদের উপত্যকা এই দুটি কেন্দ্র অবস্থিত হয় সিন্ধুনদের উপত্যাকায় এই দুটি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতা কে সিন্ধু সভ্যতা বলা হত কিন্তু পরে সিন্ধু নদের উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাচীন কেন্দ্র তাই সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা ।

গ) কে, কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ?

উঃ জাঁ ফ্রাঁসোয়া জারিজ, ১৯৪৭ সালে মেহেরগড় সভ্যতা আবিস্কার করেন ।

৫। নীচের যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) নতুন পাথরের যুগ অন্য পাথরের যুগগুলির তুলনায় কোন কোন দিক থেকে নতুন ছিল?

উঃ আনুমানিক খ্রিস্টপূর্ব ৮ হাজার বছর থেকে খ্রিস্টপূর্ব ৪ হাজার বছর পর্যন্ত হাতিয়ার অনেক হালকা ও ধারালো ছিল, নানা রকম হাতিয়ার বানানো শুরু কৃষিকাজ ও পশুপালন ও মাটির পাত্র বানানো শুরু হয়েছিল, যাযাবর জীবন ছেড়ে ছোটো ছোটো অঞ্চলে স্থায়ী বসতি বানানো এবং নতুন পাথরের যুগে অন্য পাথরের যুগগুলির তুলনায় মাটির পাত্র বানানো শুরু হয়েছিল, নানা রকম হাতিয়ার বানানো ও যাযাবর জীবন ছেড়ে ছোটো ছোটো অঞ্চলে স্থায়ী বসতি বানানো শুরু হয়েছিল ।

খ) হরপ্পা সভ্যতার মানুষের ধর্ম বিশ্বাস কেমন ছিল ?

উঃ হরপ্পা সভ্যতার মানুষেরা প্রাকৃতিক শক্তি উপাসনা করত তারা তাদের ধর্ম বজায় রাখত,

নারীমূর্তী- মহেনজোদাড়োতে একটি নারীমূর্তী পাওয়া গেছে এ থেকে জানা যায় যে সেখানে নারীমূর্তী পুজো করা হতো ।

যোগীমূর্তি- হরপ্পা সভ্যতার একটি বন্য পশু দ্বারা বেষ্টিত পুরুষ যোগী মূর্তি পাওয়া গেছে এটি দেখে মনে করা হয় সেখানে পশুপতি শিবের আদিরূপকে পূজিত করা হতো, সেখানে এক শিং ওয়ালা ষাঁড়কে ও অশ্বস্থ গাছকে পূজিত করা হতো ।

Related Tags : Class 6 April 2023 History Model Activity Task Question Answer Solution, model activity task History class 6 part 3, Class 6 model activity task History part 1, Class 6 model activity task History part 2, Class 6 model activity task History november, Class 6 model activity task History bengali, class 6 History activity 1


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url