স্বামী বিবেকানন্দ স্কলারশিপ /Swami Vivekananda Scholarship 2023, Apply, Eligibilty, Amount, Last Date

Swami Vivekananda Scholarship 2023 :: আবেদন এর পদ্ধতি, যোগ্যতা, ডকুমেন্টস নিয়মাবলী ।

Swami Vivekananda Scholarship 2023 :::—- যেসব ছাত্রছাত্রী র সর্বশেষ বোর্ড পরীক্ষায় কমপক্ষে 75% অর্জন করেছিল তাদের জন্যে সরকার পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা বিভাগ মেধাবী শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করে, এই বৃত্তিটি Swami Vivekananda Merit Cum Mins (SVMCM) বৃত্তি হিসাবে পরিচিত এবং এই বৃত্তি টি বিকাশ ভবন থেকে প্রদান করা হয়।এই বৃত্তি টি দেওয়া হয় যেসব ছাত্রছাত্রী দের আর্থিক অবস্থা স্বচ্ছল নয় , সেই সব ছাত্র ছাত্রী দের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পশ্চিম বঙ্গ সরকার এর তরফ থেকে এই স্কলারশিপ টি দেওয়া হয় ।

বর্তমানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা বি.টেক, এমবিবিএস, ডিপ্লোমা, নার্সিং, এম.ফিল, ইত্যাদি কোর্সে মেধাবী শিক্ষার্থীদের স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করা হয়।

SVMCM বৃত্তির আবেদন প্রক্রিয়াটি হলো সম্পূর্ণ অনলাইনে হয়, তাই মোবাইল বা কম্পিউটার কিভাবে অ্যাপ্লাই করা যাবে , তার জন্য আমি আজ এই পোস্ট টি লিখেছি।

Swami Vivekananda Scholarship 2023, Eligibility criteria, Scholarship amount

Chart

বৃত্তির নামSwami Vivekananda Merit cum Means Scholarship (SVMCM)
কর্তৃপক্ষWest Bengal Higher Education Departmenttment (WBHED)
যোগ্য কোর্সHS, UG Honours, PG, Medical, Engineering, Nursing, Paramedical, Diploma, PG.
আবেদন পদ্ধতিOnline
আবেদন শুরু17th August 2022
আবেদন শেষFebruary 2023
অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in

Swami Vivekananda Scholarship 2023

Swami Vivekananda Scholarship Eligibility

স্বামী বিবেকানন্দ স্কর্লারশিপ এর যোগ্যতা সম্পূর্ণ নির্দেশিকা নীচে দেওয়া হয়েছে। এই স্কলারশিপএ এইচএস, ডিপ্লোমা, ইউজি, পিজি স্তরের ছাত্র ছাত্রী রা যোগ্য।

For Hs students (যারা এই বছর ক্লাস একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে)

যে সব ছাত্র ছাত্রী রা কমপক্ষে 75% নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষা ২০২০ উত্তীর্ণ এবং Arts / Science / Commerce বিভাগ গুলি তে উচ্চ মাধ্যমিক (১০ + ২) কোর্সে ভর্তি যোগ্য শিক্ষার্থীরা SVMCM বৃত্তিপ্রাপ্তির যোগ্যতা অর্জন করবে ২০২০ সালে।

For Undergraduate Students

প্রার্থীদের অবশ্যই কমপক্ষে কমপক্ষে 75% নম্বর অর্জন করতে হবে ।যে সব ছাত্র ছাত্রী রা ইঞ্জিনিয়ারিং / মেডিকেল / জেনারেল এডুকেশন / জিএনএম নার্সিং / প্যারা মেডিকেল ডিপ্লোমা কোর্সে স্নাতকোত্তর কোর্সে প্রথম বর্ষে ভর্তি হবে।

সেই সব শিক্ষার্থীরা 2023 সালে এইচএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ( ন্যূনতম 75% সহ) বিকাশভবন বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

For Post Graduate Students

আবেদনকারী কে অবশ্যই under graduate পর্যায়ে অনার্স বিষয়ে কমপক্ষে ৫৩% নম্বর প্রাপ্ত হতে হবে বা ২০২০ সালে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জন্য ৫৫% নম্বর অর্জন করতে হবে, যারা সাধারণ শিক্ষা / ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর কোর্সের প্রথম বর্ষে ভর্তি হন, তারা যোগ্য প্রযোজ্য।

For Diploma courses :-

যে শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় পাস হওয়ার পরে ২০২০ সালে বা ভোকেশনাল পরীক্ষায় পাস করার পরে প্রথম বর্ষ ডিপ্লোমা (পলিটেকনিক) কোর্সে ভর্তি হয়েছে এবং পার্শ্বীয় প্রবেশের ভিত্তিতে ২ য় বর্ষের ডিপ্লোমা (পলিটেকনিক) কোর্সে ভর্তি হতে পারবে তারা যোগ্য হবে প্রযোজ্য।

বৃত্তি প্রয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা পরীক্ষায় কমপক্ষে কমপক্ষে 75% নম্বর অর্জন করতে হবে।

For Kanyashree K3 Students :-

এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি থেকে science, arts এবং commerce প্রবাহে স্নাতকোত্তর কোর্স অবলম্বন করে বৈধ অনুমোদিত K2 আইডি সহ কন্যাশ্রী ছাত্রী কে ২০২০ সালে এই রাজ্যের প্রতিষ্ঠানগুলি থেকে মোট ৪৫% নম্বর পেতে হবে।

আবেদনের যোগ্য কন্যাশ্রীর (K3) আবেদনকারীর ক্ষেত্রে INCOME CERTIFICATE জমা দেওয়ার দরকার নেই।

আরও পড়ুন:- Nabanna Scholarship 2023

Annual Family Income Limit :-

যাদের পরিবার এর বাসরিক আয় খুবই কম অর্থাৎ বিকাশভবন বৃত্তি ২০২০ এর জন্য আবেদন করা শিক্ষার্থীর মোট বার্ষিক পারিবারিক আয় 2,50,000 Rs এর কম।

Swami Vivekananda Scholarship Amount:-

Course Amount Per Month
Higher Secondary (XI & XII)Rs 1000/-
UG (Arts & Commerce)Rs 1000/-
UG (Science & Professional CoursesRs 1500/-
PG (Arts & Commerce)Rs 2000/-
PG (Science & Professional Courses)Rs 2500/-
UG (Engineering / Medical/ Honours)Rs 5000/-
Diploma (Polytechnic / GNM / Para-medical)Rs 1500/-
Wbexam.in

Conditions of Swami Vivekananda Scholarship :-

  1. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে ।
  2. যে সমস্ত ছাত্র-ছাত্রী 2023 সালে পরীক্ষায় পাশ করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কেবল মাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  3. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  4. আবেদনকারীর পিতা বা মাতা কোনো সরকারি চাকরি এর সঙ্গে যুক্ত থাকলে , তাহলে আপনি এই স্কলারশিপ এর যোগ্য নয়, যেহেতু এই স্কলারশিপ টি তাদের জন্য ,যারা অর্থনীতিক দিক থেকে খুব পিছিয়ে সেই সব মেধাবী শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ টি।
  5. এই স্কলারশিপ টি আবেদন করলে অন্য কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ আবেদন করত পারবে না, যদি কেউ দুটো বা তার বেশি আবেদন করে , তার মধ্যে যে কোনো একটার টাকা পাবে।

Documents for Fresh Application

i । মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (উভয় পক্ষ)।

ii। সর্বশেষ বোর্ড / কাউন্সিল / বিশ্ববিদ্যালয় / কলেজ পরীক্ষার মার্ক শীট (উভয় পক্ষ)

iii। পরিবারের আয়ের শংসাপত্র (কন্যাশ্রী ক্যান্ডিডেট দের জন্য প্রযোজ্য নয়)।

iv। আধার আইডি / ভোটার আইডি / রেশন কার্ড।

Documents for Renewal Aplication

i। লাস্ট পরীক্ষার মার্কশিটের কপি। (উভয় পক্ষই এবং সেমিস্টার পরীক্ষা পদ্ধতিতে উভয় সেমিস্টার মার্কশিট)।

ii। পরবর্তী উচ্চ শ্রেণিতে অ্যাডমিশন এর রশিদ

Swami Vivekananda Scholarship Helpline

স্বামী বিবেকানন্দ বৃত্তি হেল্পলাইন

Swami Vivekananda Scholarship টির সম্মন্ধে কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থাকলে নিচে জানতে পারো , আর এই Scholarship টির সম্পর্কে আরও তথ্য জানতে চাইলে আপনি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বিভাগ বা বিকাশ ভবন এ যোগাযোগ করতে পারো।এছাড়া তাদের যোগাযোগের ফোন নম্বর এ call বা তাদের email এ মেইল সেন্ড করতে পারো ।
PHONE NUMBER
18001028014
‌ EMAIL Id
helpdesk.svmcm-wb@gov.in

বিশেষ দস্তব্য: কোনো শিক্ষার্থী যদি কোনো বছর গাও বা fail হও, তাহলে তার জন্য আপনাকে তার কারণ জানতে হবে।

*******।।।।।যখন এই স্কলারশিপ টি লাইভ হয়ে যাবে, তখন এই ওয়েবসাইট এ আবেদনে র পদ্ধতি পোস্ট করা হবে , তাই আমাদের সাথে সংযুক্ত থাকুন।।।*********

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url