[QUESTION PDF] Class 6 Model Activity Task 2023 History

তোমাদের জন্য আজ নিয়ে এসছি  ক্লাস ৬ এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত Model Activity Task 2023 , আশা করছি তোমরা সফল ভাবে প্রশ্ন উত্তর গুলো সমাধান করবে 
 
[QUESTION PDF] Class 6 Model Activity Task 2023 History
1 st Summative Evaluation - 2023

বিষয়- ইতিহাস    শ্রেণি-ষষ্ঠ শ্রেণী    Full Marks-15    সময় - 30 মিনিট

 

১) সঠিক উত্তরটির উপরে ঠিক চিহ্ন দাও -

১.১ আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার –

উঃ (ধাতু / চাকা / আগুন) ।

১.২ হরপ্পা সভ্যতার প্রধান বসতি এলাকাটি থাকত --

উঃ (নগরের নীচু এলাকায় / নগরের উঁচু এলাকার / মাঝখানে)।

 

২) বেমানান শব্দটি খুঁজে তার নীচে দাগ দাও –

২.১ মহেনজোদাড়ো, লোথাল, ঢোলাবিরা, মেহেরগড়

২.২ কর্ণাটকের হুন্সগি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মধ্যপ্রদেশের ভীমবেটকা, মহারাষ্ট্রের নেভাসা ।

 

৩) 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভের মিল করো -

ক স্তম্ভ

খ স্তম্ভ

৩.১ দক্ষমানুষ

৩.২ প্রায়-ইতিহাসযুগের সভ্যতা

হরপ্পা

হোমোইরেকটাস

হোমোহাবিলিস

 

উঃ-

৩.১ দক্ষমানুষ > হোমোহাবিলিস ।

৩.২ প্রায়-ইতিহাসযুগের সভ্যতা > হরপ্পা ।

 

৪) নীচের বাক্যগুলি সঠিক হলে পাশে 'সত্য' ও 'ভুল' হলে পাশে 'মিথ্যা' লেখো ।

৪.১ পুরোনো পাথরের যুগের সময়কাল আনুমানিক খ্রিষ্টপূর্ব ১০ হাজার থেকে খ্রিষ্টপূর্ব ৮ হাজার

বছর। (মিথ্যা)

৪.২. হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো । (সত্য)

 

৫) নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোন দুটি) ।

 

৫.১ এপ কাদের বলা হত ? তাদের আদি বাসস্থান কোথায় ছিল ?

উঃ প্রায় লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকার পূর্ব দিকে ঘন জঙ্গলে এক লেজহীন বড়ো বানর বসবাস করত তাদের এপ বলা হয় । ও এদের আদি বাসস্থান ছিল আফ্রিকার পূর্ব দিকে ঘন জঙ্গল ।

৫.২ আদিম মানুষ জোট বেঁধেছিল কেন ?

উঃ আদিম মানুষ জোট বেঁধেছিল নানা কারণে – যেমন তারা একসঙ্গে বড় জন্তু শিকার করত, একসঙ্গে থাকার জন্য খাদ্য সংগ্রহ করার সুবিধে হরেছিল ।

৫.৩ সভ্যতার অত্যাবশ্যকীয় উপাদান গুলি কি কি ?

উঃ সভ্যতার অত্যাবশ্যকীয় উপাদানগুলি হল - উন্নত গ্রাম ও নগর জীবন, লিপি, শিল্প ও ভাস্কর্য শাসন কাঠামো ।

৫.৪ হরপ্পা সভ্যতার দুটি করে আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো ।

উঃ হরপ্পা সভ্যতার দুটি আমদানি দ্রব্য হলো – সোনা, রূপো, আর রপ্তানি দ্রব্য হলো- তেল, ময়দা

৬। নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও :

 

৬.১ মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব কত থেকে কত খ্রিষ্টাব্দ পর্যন্ত ধরা হয়? এই পর্বে সেখানকার মানুষের জীবন যাত্রার বর্ণনা দাও ।

উঃ মেহেরগড় সভ্যতার দ্বিতীর পর্ব আনুমানিক খ্রিস্টপূর্ব ৪০০০ বছর থেকে ৫০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়, এই পর্বে সেখানকার মানুষেরা কার্পাস চাষ জানত, মানুষেরা মাটির পাত্র তৈরি করত, তারা কুমোরের চাকার ব্যবহার জানত না ।" তারা শাঁখের ব্যবহার জানত, তারা শাঁখ দিয়ে গয়না বানিয়েছিল ।

অথবা

সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয় ?

উঃ সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠেছিল কারণ হরপ্পা সভ্যতার সিন্ধু নদের তীরে অবস্থিত ছিল, কারন আগেকার দিনে মানুষেরা নদীর উপর নির্ভর করে বেঁচে থাকত, নদী ছিল তাদের মায়ের মতো, হরপ্পা সভ্যতার মানুষেরা কৃষিকাজ শেখার পর তারা নদী থেকে জল নিয়ে কৃষিকাজে লাগাত । এভাবে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীর গড়ে উঠেছিল ।

 

নীচে তোমাদের জন্য MODEL ACTIVITY TASK HISTORY QUESTION & ANSWER ডাউনলোড লিঙ্ক শেয়ার করলাম --

FILE NAME

FILE TYPE

DOWNLOAD

MODEL ACTIVITY TASK HISTORY QUESTION

PDF

CLICK HERE

MODEL ACTIVITY TASK HISTORY QUESTION & ANSWER

PDF

CLICK HERE

 

ALSO READ :  

TAGS : 

  • class 6 SCIENCE
  • class 6 SCIENCE model activity task
  • class 6 SCIENCE chapter 1
  • class 6 SCIENCE chapter 2
  • SCIENCE notes 2023
 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url