CLASS 6 SCIENCE MODEL ACTIVITY TASK (2023 UPDATED)

CLASS 6 SCIENCE MODEL ACTIVITY TASK (2023 UPDATED)

আপনি বিজ্ঞান শেখার জন্য একটি সম্পূর্ণ এবং সংযোগকারী পদ্ধতির সন্ধান করছেন এমন সুযোগে, WBBSE ক্লাস 6 সায়েন্স মডেল মুভমেন্ট ইরান্ড হল আদর্শ ব্যবস্থা। ভারতের পশ্চিমবঙ্গে অধ্যয়নরতদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে, এই উদ্যোগটি সক্রিয় অভিজ্ঞতা এবং বিজ্ঞানের ধারণাগুলির যুক্তিসঙ্গত উপলব্ধি প্রদানের উদ্দেশ্যে।আজ শেয়ার করলাম নিজের হাতের তৈরি Model Activity Task Class 6 এর প্রশ্ন পত্র । নিচে শেয়ার করলাম । এই প্রশ্নপত্র টি নিজের খাতায় সমাধান করে আমাদের সাথে শেয়ার করতে পারেন ।

 MODEL ACTIVITY TASK CLASS 6

Sub – SCIENCE 

 F.M.- 30

Class – VI

[১] Model Actvity Task অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখঃ (যেকোনো ৫টি)   

                                                                           ১ x ৫ = ৫

 

ক) কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় – (ক) ঋতু পরিবর্তন(খ) জোয়ার-ভাটা(গ) হঠাৎ বন্যা হওয়া (ঘ)পূর্ণিমা ।

খ) লিচু কোন অংশ আমারা খাই - (ক) ফুল (খ) ফলত্বক(গ) বীজ(ঘ) কচি কাণ্ড ।

 

গ) আমরা নিশ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহন করি (ক)হিলিয়াম(খ)মিথেন(গ) CO2(ঘ) O2

 

ঘ) রিকেট রোগ প্রতিরোধ করে ভিটামিন - (ক) E (খ) A (গ) C (ঘ) D ।

 

ঙ) মাটির নীচের ফসল গুলি হল – ধান / গম / ভুট্টা / গাজর /আলু ।

 

চ) কোনটি মাংসাশী প্রানী নয়  – বিড়াল / চিতা / হরিণ / কুকুর ।

 

ছ) চটের বস্তা তৈরি হয় – ভেজা মাটি / পাটের তন্তু / গাছের ছাল / ছাই – থেকে ।

 

 

[২] Model Actvity Task শূন্যস্থান পূরণ কর :             ১ x ৫ = ৫

 

ক) ইস্ট হল একপ্রকার _______________ ।

 

খ) _______________মৌমাছি মধু সংগ্রহ করে ।

 

গ) গাছেরা খাবার তৈরি সময় _______________ গ্যাস গ্রহন করে ।

 

ঘ)  যক্ষ্মার জীবাণু বাস করে  _______________ ।

 

ঙ) পরাগমিলনে সাহায্য করা একটি প্রাণীর নাম ______________ ।

 

 

[৩] Model Actvity Task পূর্ণ বাক্যে উত্তর দাও:         ২ x ৫ = ১০

 

ক) তৃণভোজী প্রাণী কাদের বলে ? উদাহরণ দাও ?

 

খ) কুইনাইন কোথা থেকে তৈরি হয় এবং এটি কী কাজে ব্যবহৃত হয় ?

 

গ) পরিবেশ কাকে বলে ?

 

ঘ) ঘোড়া কি ভাবে পরিবহনে সাহায্য করে ?

 

ঙ) পরজীবী কাদের বলে ? উদাহরণ দাও ?

 

[৪] Model Actvity Task সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও:    ৫ x ২ = ১০

ক) ৫ টি খাবারের নাম লেখ এবং এগুলো কোথা থেকে পাওয়া যায় ?

 

খ) ভিটামিন A ও C অভাবে কি কি সমস্যা হয় ?

 

 

 

এই রকম প্রশ্নপত্র সবসময় পাওয়ার জন্য এই ওয়েবসাইট সঙ্গে জুড়ে থাকুন এবং কোন প্রয়োজনীয় জিনিস জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা সোশাল মিডিয়া বোতাম গুলো সিলেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

ALSO READ :  

TAGS : 

  • class 6 SCIENCE
  • class 6 SCIENCE model activity task
  • class 6 SCIENCE chapter 1
  • class 6 SCIENCE chapter 2
  • SCIENCE notes 2023

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url